সৃজনশীল অংশ
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়
মাসিক পরিক্ষা ,২০২০
বিষয় ঃ রসায়ন
সময়ঃ ১ ঘন্টা পূর্ণমান ঃ৪০
(১) নিপু পর্যায় সারণির ৪র্থ পর্যায়ের ১ম মৌল এবং ১৬ নং গ্রুপের ১ম মৌলের সাথে বিক্রিয়া ঘটালো ।
(ক) বন্ধন শক্তি কী ? ১
(খ) অ্যামোনিয়া অণুতে মুক্তজোড় ও বন্ধনজোড় ইলেকট্রন নির্নয় কর । ২
(গ) নিপুর ব্যবহৃত মৌল দুটি কিভাবে যুক্ত হবে ব্যাখ্যা কর । ৩
(ঘ) নিপুর প্রাপ্ত যৌগটির বিদ্যুৎ পরিবাহিতা বিশ্লেষন কর । ৪
(২) অ্যালুমিনিয়ামের দহনের ফলে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয় ।
(ক) কেলাসপানি কাকে বলে ? ১
(খ) নিষ্ক্রিয় গ্যাসগুলো নিষ্ক্রিয় কেন ? ব্যাখ্যা কর । ২
(গ) ২০ গ্রাম অ্যালুমিনিয়াম থেকে কি পরিমান উৎপাদ উৎপন্ন হবে ? নির্নয় কর । ৩
(ঘ) উদ্দীপকের দহন বিক্রিয়াটিতে জারন-বিজারন যুগপথ ঘটে -ইলেকট্রনীয় ধারণার আলোকে
ব্যাখ্যা কর । ৪
বহুনির্বাচনি অংশ
পরিক্ষা দিতে নিচে ক্লিক কর ঃ
সৃজনশীল প্রশ্নের উত্তর ই-মেইলে পাঠাতে হবে ঃ jamalsirapscl@gmail.com
Sir amra srijonshil proshno kivabe pathabo?
ReplyDeleteemail😁
Delete🙄🙄🙄🙄
DeleteSir er email id ta de
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete